আমাদের কথা খুঁজে নিন

   

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস

ব্যক্তি-শ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত করদাতারা ২০১৩-১৪ কর বছরের রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও পেশাজীবীদের অনুরোধে রিটার্ন দাখিলের এই সময় বাড়ানো হলো।

অনলাইনে ই-টিআইএন পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে ই-টিআইএন গ্রহণে ভোগান্তি এবং কর অঞ্চল ও সার্কেল পরিবর্তনের কারণে করদাতাদের ব্যাপক ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার কারণে নির্ধারিত সময়ে করদাতাদের পক্ষে রিটার্ন দাখিল করা সম্ভব না হওয়ার কারণেও সময় বাড়িয়েছে এনবিআর।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.