ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সাতদিনের মধ্যে স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসা চেয়ারম্যান ও সচিবসহ ছয় জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ওয়াসার এমডি পদে তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ১৯ জানুয়ারি ওই পদে নিয়োগ প্রার্থী ড. আরিফুর রহমান মিয়া একটি রিট আবেদন করেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
ওয়াসা এমডি পদে নিয়োগের জন্য ২০০৯ সালের মে মাসে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ নিয়োগ প্রক্রিয়া শেষে তাকসিম এ খান ২০০৯ সালের ১৫ অক্টোবর তিন বছরের জন্য ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান। ওই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১২ সালের ১ অক্টোবর এক বছরের জন্য তিনি নিজেই মেয়াদ বাড়িয়ে নেন। এরপর ঢাকা ওয়াসার বোর্ডসভার সিদ্ধান্ত পাস কাটিয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর নিজের নিয়োগের মেয়াদ নিজেই আরো দুইবছর বৃদ্ধি করেন। এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে নিয়োগপ্রার্থী আরিফুর রহমান মিয়া হাইকোর্টে রিট আবেদন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।