ফ্লাইং টাইগার লাইন। ফ্লাইট নং ৭৩৯। ১৯৬২ সালের ঘটনা। প্রশান্ত মহাসাগরের গুয়াম থেকে ৯০ জন সামরিক কর্মকর্তাকে নিয়ে ফিলিপাইনের উদ্দেশে রওনা দেয় ফ্লাইং টাইগার লাইন ফ্লাইট ৭৩৯। সেদিন সব কিছুই স্বাভাবিক ছিল।
কেউ ভাবতেও পারেনি এটি স্যাবোটাজ হতে পারে। যদিও কেউ জানে না আসলে বিমানটির ভাগ্যে কী ঘটেছিল। শেষপর্যন্ত ফিলিপাইনে পৌঁছায়নি উড়োজাহাজটি। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছিল অনুসন্ধানকারী দল। ১৩০০ জনের সামরিক তল্লাশি অভিযানে উড়োজাহাজের কোনো নাম-নিশানাও খুঁজে পাওয়া যায়নি।
সবাই হতাশ হতে হয় বিমানটি হাওয়ায় মিলিয়ে যাওয়ার ঘটনায়। এ ঘটনায় অনেক প্রশ্ন সামনে চলে আসে। বিমানটির ভাগ্যে কী ঘটেছিল তা আজো রহস্যাবৃত। তবে ধারণা করা হয় বিমানটি যান্ত্রিক গোলযোগের কারণে ধ্বংস হয়ে থাকতে পারে। এ ছাড়া রুট ভুল করে অন্যদিকে সরে যাওয়ায় ফুয়েল শেষ হয়েও এটি ভূপাতিত হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।