আমাদের কথা খুঁজে নিন

   

টাইগারদের ব্যর্থতা

অস্ট্রেলিয়ার কাছে শেষ খেলায়ও হেরেছে টাইগাররা। তাত্তি্বক বিবেচনায় অস্ট্রেলিয়ার মতো দলের কাছে বাংলাদেশের পরাজয় হয়তো সাধারণভাবে খুব একটা খাপছাড়া নয়। কিন্তু বিশ্বকাপে ফেভারিট হিসেবে এসে অস্ট্রেলিয়া আত্দপরিচয় হারিয়ে গর্তের কিনারে অবস্থান নেয়। গ্রুপ পর্যায়ের প্রথম তিনটি খেলায় তারা পরাজিত হয়েছে অবিশ্বাস্যভাবে। বাংলাদেশের সঙ্গে জিততে না পারলে তাদের শূন্য হাতেই ঘরে ফিরতে হতো। এই জয় অস্ট্রেলিয়ার জন্য সান্ত্বনা হয়ে দেখা দিলেও বাংলাদেশের জন্য এনে দিয়েছে দারুণ লজ্জা। বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতাকারী ১০ দলের মধ্যে একমাত্র বাংলাদেশকে সাজঘরে ফিরতে হয়েছে কোনো পয়েন্ট ছাড়াই। আইসিসির সহযোগী সদস্য হল্যান্ডের মতো দলের সাফল্যও ছিল তাদের তুলনায় আকাশছোঁয়া। শক্তিশালী ইংল্যান্ড দলকে গো-হারা হারিয়েছে অপেশাদার এ দলটি। দক্ষিণ আফ্রিকা তাদের কাছে হারতে হারতে শেষ পর্যন্ত জিতেছে অভিজ্ঞতার জোরে। বাংলাদেশের সাফল্য ছিল সে তুলনায় বায়বীয়। জেতা দূরের কথা, কোনো খেলায় তারা তুমুল প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি। বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল দাপটের সঙ্গে। নেপালের বিরুদ্ধেও জয়ী হয় তারা। দুটি খেলায় জয় পেয়ে টাইগাররা অতি আত্দবিশ্বাসে এতটাই মাতোয়ারা হয়ে ওঠে যে, তারা বাছাই পর্বের সবচেয়ে দুর্বল দল হংকংকে কোনো পাত্তা দিতে চায়নি। হংকংকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হবে এমন মনোভাবে খেলতে নামে তারা। দায়িত্বহীনতার খেলা ক্রিকেটে দায়িত্বহীনতার চর্চা করতে গিয়ে তারা লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়। দায়িত্বশীলতার এই অর্বাচীন চর্চা পুরো বিশ্বকাপে টাইগারদের সঙ্গী হয়ে থাকে। কোমর সোজা করে দাঁড়াতেও পারেনি তারা। নিজেদের মাঠে দেশের ১৬ কোটি মানুষের আশীর্বাদ ধন্য হয়েও টাইগাররা স্বরূপে আবিভর্ূত হতে পারেনি, ক্রিকেট দায়িত্বশীলতার খেলা এ সত্যটি ভুলে থাকার কারণে। বিশ্বকাপে স্বাগতিক দল হওয়া সত্ত্বেও কোনো সুবিধা তারা করতে পারেনি ক্রিকেটারসুলভ গুণাবলির অভাবে। এই লজ্জা ঝেড়ে ফেলতে হলে টাইগারদের বালখিল্য মনোভাব ঝেড়ে ফেলতে হবে। তারা যে ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে এ সত্যটি মনে রাখতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.