আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণফোনের ১০ হাজার কোটি টাকার হদিস নেই : &

গ্রামীণফোনের টাকা গ্রামীণ ব্যাংকের সদস্যদের কল্যাণে ব্যয় হওয়ার কথা থাকলেও তা কখনই হয়নি। সেই টাকা গ্রামীণ টেলিকমকে দিয়ে দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু বতর্মানে গ্রামীণফোনের ১০ হাজার কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. খন্দকার মোজাম্মেল হক। গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে এরপর চেয়ারম্যানের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেছেন, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। এ সময় অর্থমন্ত্রী আরও জানান, ঈদের আগে গ্রামীণ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে না।

অর্থমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বলেন, গ্রামীণ ব্যাংকের ট্যাঙ্ নিয়ে একটা ঝামেলা ছিল। ওটা নিয়েই আলোচনা হয়েছে। গ্রামীণ ব্যাংক কমিশনের প্রতিবেদন সম্পর্কে তিনি কিছু জানেন না উল্লেখ করে বলেন, কমিশনের রিপোর্ট আমি হাতে পাইনি। এ সম্পর্কে কিছু জানি না।

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংককে সরকার দখল করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন_ এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বিষয়টি এড়িয়ে যান। এ সময় তিনি গ্রামীণ ব্যাংককে সরকারি ব্যাংক হিসেবে অভিহিত করেন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গ্রামীণ ব্যাংক তো একটি সরকারি ব্যাংক। এটা জনগণের সম্পত্তি। কারণ এটা বানিয়েছে পার্লামেন্ট। যেখানে সরকার চেয়ারম্যান এবং দুজন পরিচালক নিয়োগ দেয়। প্রাইভেট ব্যাংকে কি সরকার চেয়ারম্যান নিয়োগ দেয়? এটা প্রাইভেট ব্যাংক হয় কী করে?

তিনি আরও বলেন, আমার মনে হয় না গ্রামীণ ব্যাংক ভালো চলছে। গ্রামীণফোনের ১০ হাজার কোটি টাকার হদিস নেই জানিয়ে তিনি বলেন, গ্রামীণফোন থেকে যে টাকাটা আসে, তা গ্রামীণ ব্যাংকের সদস্যদের কল্যাণে থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত এক পয়সাও গ্রামীণ ব্যাংকে আসেনি। আসল বিষয় হচ্ছে এটা। তিনি বলেন, প্রথম ৬ বছরে গ্রামীণফোনের আয়ের ৩৫ ভাগ পাওয়ার কথা আমাদের (গ্রামীণ ব্যাংকের)। এর ৬ বছর পর ৬৫ ভাগ পাওয়ার কথা। এ টাকা কোথায় যাচ্ছে?

বৈঠকের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের ট্যাঙ্ নিয়ে একটা সমস্যা ছিল। ৬ মাসের একটা ব্যাপার এখানে আছে। ৬ মাস এটা প্রসপেকটিভ হয়ে যায়। কিন্তু এনবিআর বলছে, আমাদের আইনে এটা হয় না। ওটা নিয়েই কথা হয়েছে।

কমিশন প্রতিবেদন কবে দিচ্ছে- জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এর জন্য তো আমিও বসে আছি।

ঈদের আগে হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, না, ঈদের আগে হবে না। গ্রামীণফোনের ১০ হাজার কোটি টাকার ব্যাপারে প্রশ্ন করা হলে মুহিত বলেন, এটা এত সহজে বলা যাবে না। ইউনূস সাহেব তো সব সময়ই বলেন, গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণফোনের কোনো সম্পর্ক নেই।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.