আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইম দোলেশ্বর না গাজী ট্যাংক

প্রিমিয়ার ক্রিকেট লিগ হচ্ছে গত চার দশক ধরে। এই চার দশকে চ্যাম্পিয়নশিপ ঘোরাফেরা করেছে আবাহনী, মোহামেডান, বিমান, ওল্ড ডিওএইচএস, ভিক্টোরিয়া ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মধ্যে। এবারই প্রথম এই ছয় দলের বেড়া টপকে চ্যাম্পিয়ন হচ্ছে নতুন কোনো দল। কে হবে ওয়ালটন প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগের নতুন চ্যাম্পিয়ন? প্রাইম দোলেশ্বর না গাজী ট্যাংক ক্রিকেটার্স? আজ দুই দল মখোমুখি হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। পয়েন্ট সমান হওয়ায় চ্যাম্পিয়ন হবে জয়ী দল। প্রিমিয়ার ক্রিকেটে আজ আরও দুটি খেলা রয়েছে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে মোহামেডান ও প্রাইম ব্যাংক এবং বিকেএসপি-২ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমি।

প্রাইম দোলেশ্বর ও গাজী ট্যাংকের পয়েন্ট ১৪ ম্যাচে ২০। ফলে সমীকরণ অনুযায়ী জয়ী দল হবে নতুন চ্যাম্পিয়ন। ১৮ পয়েন্ট করে রয়েছে শেখ জামাল ও মোহামেডানের। ১৩ পয়েন্ট কলাবাগানের এবং ১২ পয়েন্ট প্রাইম ব্যাংকের।

শিরোপা জয়ের জন্য মরিয়া দুই দলই। গতকাল দল দুটি ঘাম ঝরিয়েছে মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে। আজকের ম্যাচে খেলানোর জন্য দোলেশ্বর শ্রীলঙ্কা থেকে উড়িয়ে এনেছে রওসন শেওয়াঙ্কে সিলভাকে। রওসন আগেও খেলে গেছেন দোলেশ্বরে। মুমিনুল হক সৌরভের সঙ্গে মিলে রওসন চতুর্থ উইকেট জুটিতে গড়েছিলেন বিশ্বরেকর্ড। চতুর্থ উইকেট জুটিতে দুজনে করেছিলেন ২৭৬ রান। দুজনেই সেঞ্চুরি করেছিলেন ওই ম্যাচে। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে দোলেশ্বরের পক্ষে আরও দুই বিদেশি ডেভিড মালান ও জসুয়া কব খেলবেন। আজকের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক ফরহাদ রেজা। তিনি বলেন, 'আজ জেতার বিকল্প নেই। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে আমাদের জিততেই হবে। আমরা আজ অলআউট খেলব।' কোচ মিজানুর রহমান বাবুলও আশাবাদী শিরোপা জয়ের বিষয়ে।

তিনি বলেন, 'চ্যাম্পিয়ন হতে হলে আমাদের জিততেই হবে। অবশ্য একই পথ গাজী ট্যাংকেরও। চ্যাম্পিয়ন হতে হলে তাদেরও জিততে হবে। আশা করি খেলা ভালো হবে।' লিগ পর্বে দুই দলের ম্যাচে মাত্র ৩ রানে জিতেছিল দোলেশ্বর। বৃষ্টিস্নাত ম্যাচটির ফল নির্ধারিত হয়েছিল ডাকওয়ার্থ লুইস (ডিএল) পদ্ধতিতে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান করেছিল দোলেশ্বর। জবাবে গাজী ৩১ ওভারে ৩ উইকেটে ১১৫ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ডিএল মেথডে ৩৬ ওভারে ১৪৬ রানের টার্গেট দেওয়া হয় গাজীকে। টার্গেটের পিছনে ধাওয়া করে খেলতে নেমে গাজীর ইনিংস থেমে গিয়েছিল ১৪২ রানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.