আমাদের কথা খুঁজে নিন

   

টাইগারদের কাছে প্রত্যাশা

হংকংয়ের কাছে দুই উইকেটে হার মানতে হলো বাংলাদেশকে। প্রতিপক্ষকে পাত্তা না দেওয়ার অক্রিকেটীয় অভ্যাসের খেসারত দিতে হলো টাইগারদের। টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় হংকংয়ের কাছে হারা সত্ত্বেও বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। একই গ্রুপে নেপাল দুই খেলায় জয় নিয়ে বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করল। হংকং ১৩ ওভার এক বলে বাংলাদেশের রান অতিক্রম করতে পারলে সে ক্ষেত্রে নেপালের জন্য সুযোগ সৃষ্টি হতো। ধূলিসাৎ হতো বাংলাদেশের স্বপ্ন। সন্দেহ নেই বাছাই পর্বের খেলায় উত্তীর্ণ হওয়াই আসল কথা। বাংলাদেশ সে সাফল্য দেখিয়েছে। হংকং প্রথম দুটি খেলায় গো-হারা হারলেও শেষ খেলায় টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশকে হারিয়ে নিঃসন্দেহে ইতিহাস রচনা করেছে। বলা যায় এবারের টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে এটুকুই তাদের অর্জন এবং এই অর্জন আগামী দিনগুলোতেও বাংলাদেশের জন্য কাঁটা হয়ে থাকবে। ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। দুনিয়ার সেরা দল ও সবচেয়ে দুর্বল দলের কাছে যে কোনো দিন ধরা খেতে পারে, যা ফুটবল. হকি বা অন্য কোনো খেলার ক্ষেত্রে কল্পনা করাও কঠিন। তারপরও হংকংয়ের কাছে মুশফিক বাহিনীর পরাজয়কে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া ও এটিকে প্র্যাকটিস ম্যাচ হিসেবে ভাবার জন্যই এ খেলায় তাদের হারতে হয়েছে। এ ম্যাচের হার টাইগারদের দায়িত্বশীল হওয়ার তাগিদ সৃষ্টি করলে তা হবে এক বিরাট অর্জন। ক্রিকেটে যে কোনো অবস্থায় ধৈর্যের পরিচয় একটি বড় গুণ হিসেবে পরিচিত। ধুম ধারাক্কা বা বেপরোয়া খেলায় কখনো কখনো সাফল্য পাওয়া গেলেও সেটি ক্রিকেটীয় চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ দলকে আরও এগুতে হলে ক্রিকেটীয় চেতনায় দীক্ষিত হতে হবে। যেখানে ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজনই নেই, সেখানে অযথা ঝুঁকি নিয়ে বাহাদুরি দেখানোর বোকামি থেকে দূরে থাকতে হবে। বাছাই পর্বের শেষ খেলায় পরাজয় সত্ত্বেও চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়ার জন্য টাইগারদের প্রতি আমাদের অভিনন্দন। আমাদের বিশ্বাস, বাছাই পর্বের ভুল শুধরে চূড়ান্ত পর্বে তারা জ্বলে উঠবে। ১৬ কোটি মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.