আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপে হাতাহù

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সফরের প্রস্তুতি নিতে ডাকা বর্ধিত সভায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী ও ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলামের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। ২৯ আগস্ট ফটিকছড়ি কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য রাখার কথা। দলীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা আড়াইটায় ফটিকছড়ি উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। কিন্তু কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সভায় উপস্থিত না থাকায় সর্বসম্মত সিদ্ধান্তে ১৮ আগস্ট পর্যন্ত সভা মুলতবি করা হয়। সিদ্ধান্তের পর বেলা সাড়ে ৩টায় অনুসারীদের সঙ্গে নিয়ে বিলম্বে সভায় আসেন এ টি এম পেয়ারুল ইসলাম। পেয়ারুল তাকে বর্ধিত সভা ও সংবাদ সম্মেলনের বিষয়ে অবহিত না করার বিষয়ে সভাপতির কাছে কৈফিয়ত চান। এ সময় দুজনই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে এক পর্যায়ে দুই গ্রুপের নেতা-কর্মীরা হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হন। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.