মানুষের ভীড় ঠেলে ভীড় বাড়ানো মানুষ হয়ে
আর কতকাল
আর কতকাল শেয়াল কুকুরের মতো করব সাধের স্বর্গবাস
খাবারের জন্য জলের জন্য হাত বাড়িয়ে
ভুখা শিশুর লাশ বুকে নিয়ে আর কত
আর কতবার ভাঙ্গারীর দোকানে নিজেকে দেব বেচে?
অধিকার অধিকার করে যারা এদ্দিন
অধিকার দখল করেছে, অধিকার পেতে পেতে
অবশেষে হয়েছে দানব;
তাদের কোলাহলে এখনতো গিনিপিগ হয়েই আছি
ভাগাড়ের ময়লা ঘুটে সাজিয়েছি থালা,
ভগবান নাকি এর বন্দোবস্ত করে!
আর কতবার মরলে, আর কতবার কঙ্কাল হলে
হবো মানুষের ভীড়ে সাধের মানুষ
মানুষের মতো মানুষ?
মানুষ হয়ে যারা মানুষ নিয়ে কারবার করে
মানুষ হয়ে যারা জনসভায় জনস্রোত নামায়
মানুষ হয়ে যারা গবেষনা করে মানুষ নিয়ে
তাদের ভীড়ে আর কতকাল মানুষ হওয়ার স্বপ্ন দেখবো
আর কত বার সম্ভ্রমের দামে কিনবো
সাধের মানব জনম!
আর কত?
আর কতবারে তুই সোজা হবি শালা ভগবান!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।