বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, স্কুল ব্যাংকিং বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ সরকারই স্কুল ব্যাংকিং চালু ও নীতিমালা জারি করেছে। গতকাল নগরীর টাইগার গার্ডেন হোটেলে স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও আর্থিক শিক্ষা কর্মসূচির ওপর গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি পথশিশুদের ১০ টাকায় হিসাব খোলার ব্যবস্থা করেছে। স্কুল শিক্ষার্থীরা ১০০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।