১. অপ্রচলিত শব্দ ব্যবহার করলে কোন গুণটি হারায়?
ক. আকাঙ্ক্ষাখ. আসত্তি
গ. যোগ্যতাঘ. বীতিসিদ্ধতা
২.শিবরাত্রির সলতে_। বাগধারার অর্থ_
ক. একমাত্র অবলম্বনখ. অসম্ভব বিপদ
গ. সহজলভ্যঘ. হতভাগ্য
৩. উলটা-এর অন্তর্ভুক্তি কোনটি?
ক. সমঝা খ. মুচকা গ. চটকা ঘ. বিগড়া
৪. ধাতুর 'গুণ' ঠিক করতে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হয়?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৫. বাক্যের অর্থ সংগীত রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসকে বলে_
ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি গ. যোগ্যতা ঘ. উদ্দেশ্য
৬.বাংলা বাক্যে কত প্রকার ক্রিয়ার ভাব পাওয়া যায়?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৭.'দোষ স্বীকার কর, তোমাকে কোন শাস্তি দিব না' এটি কোন ধরনের বাক্য?
ক. সরল খ. যৌগিক গ. জটিল ঘ. মিশ্র
৮. কোনটি সরল বাক্য নয়?
ক. ভিক্ষুককে দান করখ. কষ্ট করলে কেষ্ট মিলে
গ. আমার নাম শাহিন
ঘ. বিপদ এবং দুঃখ এক সময়ে আসে
৯. একটি সার্থক বাক্যের কতটি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
১০.বাক্যে বাহুল্য দোষ ঘটলে বাক্য তার কোন গুণ হারায়?
ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি গ. যোগ্যতা ঘ. ক+খ
১১.'আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না'_এ বাক্যে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক. সাপেক্ষ ভাব খ. অনুজ্ঞা ভাব
গ. নির্দেশক ভাব ঘ. কোনটিই নয়
১২.স্থায়ী সত্য প্রকাশে সাধারণত কোন কাল ব্যবহৃত হয়?
ক. সাধারণ অতীত খ. নিত্যবৃত্ত বর্তমান
গ. ঘটমান বর্তমান ঘ. সাধারণ যোগ্যতা
১৩.বিশাল ইয়ার্ডের পাশে রোদে শুকোতে থাকা শাড়ির রং
ক. লাল খ. সাদা গ. কালো ঘ. বেগুণি
১৪. দলের মধ্যে বামপন্থি বলে স্বীকৃত কে?
ক. মোদাব্বের খ, মতিন গ. কাদের ঘ. মকসুদ
১৫. উজানের কৈ বাগধারার অর্থ কী?
ক. দুর্লভ বস্তু খ. দুষ্পাপ্য গ. সহজলভ্য ঘ. অতিবৃদ্ধ
১৬. একটি তুলসী গাছের কাহিনী প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে_
ক. ১৯৬৫ খ. ১৯৬৭ গ. ১৯৭৮ ঘ. ১৯৭৫
১৭. ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে কী বলে?
ক. ব্যতিহার কর্মখ. নাম ধাতুর কর্ম
গ. ধাত্বর্থক কর্মঘ. গৌণ কর্ম
১৮. কলা দেখানো কথাটির অর্থ_
ক. আশায় রাখা খ. ফাঁকি দেওয়া
গ. তামাশা ঘ. চুরি করা
১৯.কড়িকাঠ কোথায় থাকে?
ক. জানালায় খ. দরজায়
গ. ছাদেঘ. নৌকায়
২০.আমরা কি গভর্নমেন্টের লোক নই? কার উক্তি?
ক. মকসুদের খ. মতিনের
গ. পুলিশের ঘ. ইউনুসের
উত্তরমালা : ১.গ ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.গ ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.ক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।