চামড়াজাত শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা ১০০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে এ হিসাব খোলা যাবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, এলএসবিপিসি প্রকল্পভুক্ত পাদুকা ও চামড়াজাত পণ্য উৎপাদনের কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে ব্যাংকিং সেবা দিতে এ পরামর্শ দেওয়া হলো। বাংলাদেশের সব তফসিলি ব্যাংক এ হিসাব খুলতে বাধ্য থাকবে। হিসাবে নূ্যনতম স্থিতি রাখা বা কোনো চার্জ আদায় করা যাবে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ করতে হবে এবং ১৫ জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।