আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : বাংলা

১.কমলাকান্ত উকিলকে চিনিলেন কী দেখিয়া?

ক. ময়লা শ্যামলাখ. মোটা চেন

গ. কালো টুপিঘ. ক+খ

২. কমলাকান্তের জবানবন্দি প্রথম প্রকাশিত হয়_

ক. ১২৮৮ বঙ্গাব্দেখ. ১৩০৪ বঙ্গাব্দে

গ. ১৩৮৮ বঙ্গাব্দেগ. ১৩০৪বঙ্গাব্দে

৩. তদীয় শব্দের অর্থ তাহার হলে 'ত্বদীয়' শব্দের অর্থ কী?

ক. তাহাদেরখ. আপনার

গ. তোমাদেরঘ. তোমার

৪. বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি?

ক. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না

খ. বাগানে ফুল ফোটে

গ. ছাত্ররা স্কুলে যায়ঘ. কোনটি নয়

৫. স্কুলে যেতে ন্যাড়াদের কতখানা গ্রাম পাড়ি দিতে হয়?

ক. তিন খানাখ. চার-পাঁচ খানা

গ. দু'তিন খানাগ. আট খানা

৬. পাঞ্জেরি কবিতার মূল পর্ব কতমাত্রার?

ক. ৬ মাত্রাখ. ১০ মাত্রা

গ. ৮ মাত্রাঘ. কোনটিই নয়

৭.বাস্তবিক চেষ্টার ত্রুটি করেন নাই কে?

ক. বিলাসীখ. যমরাজ

গ. মৃত্যুঞ্জয়ঘ. ওস্তাদরা

৮. মন্দির কী ধরনের লেখা?

ক. উপন্যাস খ. নাটক গ. গল্পঘ. স্মৃতিকথা

৯. 'এ এক বিরাট সত্য'। এ বাক্যে সত্য কোন পদ?

ক. সর্বনামখ. বিশেষণ

গ. বিশেষ্যঘ. ক্রিয়া

১০.আত্দবাচক সর্বনাম কোনটি?

ক. সব খ. খোদ গ. তাবৎ ঘ. অন্য

১১.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক. হুগলীখ. মহেশপুর

গ. দেবানন্দপুরঘ. আসাম

১২.'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক. সরিৎ খ. পায়স্বিনী গ. গাঙ ঘ. পয়োধি

১৩.তৎসম শব্দের অতিশায়নে কোনটি ব্যবহৃত হয়?

ক. হতে খ. থেকে গ. তম ঘ. চেয়ে

১৪.ভাব বিশেষণ কত প্রকার?

ক. পাঁচ প্রকারখ. চার প্রকার

গ. তিন প্রকারঘ. নানা প্রকার

১৫. তদ্ধিত প্রত্যয় কত প্রকার?

ক. এক প্রকারখ. দুই প্রকার

গ. তিন প্রকারঘ. চার প্রকার

১৬.কারিগর শব্দের 'গর' প্রত্যয় কোন ভাষা হতে আগত?

ক. ফারসি খ. আরবি গ. সংস্কৃত ঘ. হিন্দি

১৭.'মহিমা' শব্দের প্রকৃত প্রত্যয়_

ক. মহৎ+ইমনখ মহ+ইমন

গ. মহিম+ষ্ণঘ. মহিমা+শূন্য

১৮.'আজ' শব্দটি কোন শব্দ হতে এসেছে?

ক. অজ্জ খ. অজ্য গ. অদ্য ঘ. আজি

১৯.বৃদ্ধির নিয়মে 'ই' স্থলে কোনটি হয়?

ক. ঈ খ. ঐ গ.ঔ ঘ. ঋ

২০.বাংলাভাষায় ব্যবহৃত বিদেশি ধাতুগুলো প্রধানত কোন ভাষা হতে এসেছে?

ক. হিন্দি খ. ইংরেজি গ. আরবি ঘ. ফারসি

২১.কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কে?

ক. কমলাকান্ত খ. বঙ্কিম চন্দ্র

গ. সুফিয়া কামালঘ. সুকান্ত

২২.তিনি পুত্রসহ উপস্থিত হলেন। _ এ বাক্যে 'সহ' অনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সঙ্গে খ. পরে গ. সনে ঘ. সহগামিতা

২৩.বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে?

ক. তিন প্রকার খ. চার প্রকার

গ. পাঁচ প্রকার ঘ. দুই প্রকার

২৪.সাত সাগরের মাঝি প্রকাশিত হয়_

ক. ১৯৪২ সালেখ. ১৯৪৪ সালে

গ. ১৯৪৬ সালেঘ. ১৯৪৮ সালে

২৫. উচ্ছুগ্য শব্দের অর্থ কী?

ক. নিন্দা খ. খাবার গ. উৎসর্গ ঘ. মাদুলি

২৬.অব্যয় পদ কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

২৭. 'কান্তা' মানে কী?

ক. নারী খ. নদী গ. পর্বত ঘ. পুত্র

২৮.'সাব ইন্সপেক্টরের দ্বিতীয় বউ আমার এক রকম আত্দীয়া' একথা কে বলেন?

ক. কাদেরখ. মোদাব্বের

গ. মতিন ঘ. ইউনুস

২৯.তুলসী গাছটি যে মঞ্চের উপর এটির উচ্চতা_

ক. পাঁচ ফিটখ. দেড় হাত

গ. আধ হাতঘ. আড়াই ফিট

উত্তরমালা : ১.ঘ ২.ক ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ক ৭.খ ৮.গ ৯.গ ১০.খ ১১.গ ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ক ২১.খ ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.ঘ ২৭.ক ২৮.ক ২৯.গ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.