আমাদের কথা খুঁজে নিন

   

রুস্তম হত্যায় রাবি শিবির সভাপতিকে আসামি করে মামলা

মতিহার থানার ওসি এবিএম রেজাউল করিম জানান, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মেহেদী হাসান বাদী হয়ে শনিবার রাতে এই মামলা করেন।
শিবির সভাপতি আশরাফুল আলম ইমনসহ সংগঠনটির বেশ কয়েক শীর্ষ নেতাকে মামলায় আসামি করা হয়েছে।  
গত শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ।
এই হত্যা মামলার আসামিদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে বলে ওসি রেজাউল জানিয়েছেন।
ধর্মঘট অব্যাহত
রুস্তম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট করছে ছাত্রলীগ।


রোববার সকাল সোয়া ৮টা থেকে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা পর্যন্ত কোনো ক্লাশ-পরীক্ষা হয়নি।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে কোনো বাসও ছেড়ে যায়নি।
ছাত্রশিবির সভাপতি ইমনকে গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন, রুস্তম হত্যাকাণ্ডে জড়িতদের পাশাপাশি এর আগে বিভিন্ন সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের হত্যা ও রগ কেটে দেয়ার ঘটনায় শিবির সভাপতি আশরাফুল আলম ইমনসহ অন্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে।
“আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।