রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যামামলাটি মতিহার থানা থেকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার (পূর্ব) প্রলয় চিচিম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলাটির গুরুত্ব বিবেচনা করে অধিকতর তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। বুধবার রাতে মামলা স্থানান্তরের এ আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, রাতে মামলাটি স্থানান্তরের আদেশ হয়েছে। মামলার যাবতীয় কাগজ হাতে পেলে তদন্তের কাজ শুরু করা হবে। ঘটনাটি নিয়ে যতগুলো বিষয় আলোচনায় এসেছে তার সব দিকই খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
ছাত্রলীগ নেতা রুস্তম হত্যার ঘটনায় শনিবার রাবি ছাত্রলীগের সহ সভাপতি মেহেদি হাসান বাদী হয়ে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাবি শিবির সভাপতিসহ আটজনকে আসামি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।