আমাদের কথা খুঁজে নিন

   

দুবারের বেশি সংশোধন করা যাবে না উন্নয়ন প্র

উন্নয়ন প্রকল্পে অপচয় কমাতে এবং বাস্তবায়ন গতি বাড়াতে দুটি সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এক : উন্নয়ন প্রকল্প দুইবারের বেশি সংশোধন করা যাবে না এবং দ্বিতীয় সিদ্ধান্তটি হচ্ছে : প্রকল্পের মেয়াদ হবে এক থেকে দুই বছর। অর্থাৎ স্বল্পমেয়াদি প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে নতুন বাজেটে।

তবে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এ সিদ্ধান্তের আওতায় আসবে না। ওইসব প্রকল্প বাস্তবায়ন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে। এর বাইরে অন্যসব উন্নয়ন প্রকল্প যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে, সেগুলো অনুমোদনের আগে উপরের সিদ্ধান্ত দুটি বিবেচনা করা হবে।

বিষয়টি স্বীকার করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'প্রতিবছর এডিপিতে যে পরিমাণ নতুন প্রকল্প থাকে তার চেয়ে বেশি থাকে সংশোধিত পুরনো প্রকল্প। একই প্রকল্প সংশোধিত হয়ে বারবার ফিরে আসে। এতে সরকারি অর্থের অপচয় বাড়ে, প্রকল্প বাস্তবায়নে সময়ও বেশি লাগে।'

সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে রাজনৈতিক অস্থিরতায় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি পুষিয়ে নিতে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে পরিকল্পনামন্ত্রীকে। অন্যদিকে বাস্তবায়নযোগ্য প্রকল্পে যেন বরাদ্দ না কমে সে ব্যাপারে অর্থমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকের পর পরিকল্পনা মন্ত্রণালয় বেশকিছু প্রকল্প চিহ্নিত করেছে যেগুলো একাধিকবার সংশোধন হওয়ার পরও কাজ শেষ হয়নি। সম্প্রতি এমন একটি প্রকল্প অনুমোদনের আগে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। ২০০২ সালে প্রকল্পটি শুরু হওয়ার সময় এর মোট ব্যয় ধরা হয়েছিল ৪০০ কোটি টাকা। কিন্তু চলতি বছরে এটি সংশোধিত আকারে উপস্থাপনের সময় ব্যয় বেড়ে ১ হাজার ৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। আরও জানা গেছে, চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৬৬২টি প্রকল্প বরাদ্দহীন ও অননুমোদিতভাবে অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের মধ্য থেকে গত আট মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় দেড় শতাধিক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্প বারাদ্দের অভাবে এবারও বাদ পড়ে যাবে। এভাবেই বছরের পর বছর একই প্রকল্প ঘুরে-ফিরে আসে এডিপিতে। এ ব্যাপারে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, 'অনেক সময় সাইনিং মানির মতো এক থেকে দুই কোটি টাকা বরাদ্দ দিয়েও প্রকল্প শুরু হয়ে যায়। এরপর বরাদ্দের অভাবে বছরের পর বছর ধরে বন্ধ থাকে কাজ। শেষে ওই প্রকল্প সংশোধন করে নতুন করে কাজ শুরু করতে গিয়ে দেখা যায়, ব্যয় বেড়ে গেছে দুই থেকে তিনগুণ।'

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.