আমাদের কথা খুঁজে নিন

   

এভাবে পুলিশি তল্লাশি বেআইনি : আজিম

বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। হাতিয়ার ওছখালীর নিজ বাসভবনে গতকাল সংবাদ সম্মেলনে ওয়ারেন্ট ও অনুমতি ব্যতিরেকে তার বাসায় পুলিশি তল্লাশির তীব্র প্রতিবাদ জানান। যাদের নির্দেশে তল্লাশি চালানো হয়েছে তাদের শাস্তির দাবি করেন তিনি।

এমপি বলেন, 'আমার রাজনীতির দীর্ঘ ২৫ বছরের ইতিহাসে কখনো সন্ত্রাসী ও বেআইনি কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। অথচ পুলিশ আমার বাসায় তল্লাশি করেছে কিন্তু কোনো অবৈধ মালামাল পায়নি। তিনি আরও বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের বাসায় এভাবে পুলিশি তল্লাশি বেআইনি ও অধিকার হরণের শামিল। উল্লেখ্য, বৃহস্পতিবার হাতিয়া তমরদ্দি স্টিমার ঘাটে লঞ্চ থেকে দুই কার্টন দেশীয় অস্ত্র উদ্ধারের পর দুই দফা এমপি ফজলুল আজিমের বাসায় তল্লাশি চালায় পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.