আমাদের কথা খুঁজে নিন

   

শিশুরা জিম্মি হবে কেন?

নির্ধারিত তারিখের তিন দিন পর গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। গত ৪ নভেম্বর এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বিরোধী দলের টানা তিন দিনের হরতালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। গতকাল শুরু হওয়া এ পরীক্ষা আজো চলবে ছুটির দিনে। হরতালের কারণে স্থগিত হয়ে যাওয়া জেএসসির বাংলা প্রথমপত্র ও জেডিসির কোরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। নিম্ন মাধ্যমিক পর্যায়ের এই পরীক্ষায় প্রথম দিনে গত বৃহস্পতিবার ৫৯ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষার শুরুতেই বিঘ্ন সৃষ্টি হয়েছে হরতালের কারণে। কাণ্ডজ্ঞানহীন রাজনীতির নির্দয় শিকারে পরিণত হয়েছে ২০ লাখেরও বেশি শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী ও অভিভাবকদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল, ২০ লাখ শিক্ষার্থীর এই পাবলিক পরীক্ষার দিনে যেন হরতাল ডাকা না হয়। কিন্তু রাজনীতিকদের কাছে শিশুদের শিক্ষা জীবনের চেয়ে রাজনৈতিক স্বার্থের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হওয়ায় তারা সেদিকে নজর দেওয়ার গরজ অনুভব করেননি। বৃহস্পতিবার নিম্ন মাধ্যমিক পর্যায়ের যে পাবলিক পরীক্ষা শুরু হয়েছে তা সিডিউল অনুযায়ী শেষ করা যাবে কিনা তা নিয়েও সংশয়ে ভুগছে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। আমরা আশা করব, রাজনীতিকরা ২০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে ব্যাপারে কৃপা দেখাবেন। আমরা মনে করি, নির্বাচন প্রশ্নে আজ যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা শুধু নিম্ন মাধ্যমিকের ২০ লাখ শিক্ষার্থীই নয়, প্রায় চার কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রশ্ন হলো, রাজনীতির কাছে শিশুরা জিম্মি হবে কেন? রাজনৈতিক হানাহানিতে তারা ক্ষতিগ্রস্ত হবে কেন? এসব ঘটনায় শিশুদের কাছে রাজনীতিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাদের মনে রাজনীতি সম্পর্কে যে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে তা কারও জন্য কল্যাণকর নয়। এ দায়িত্বহীন প্রবণতার অবসান কাম্য।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.