আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি পুলিশের সঙ্গে বিদেশি শ্রমিকদের সংঘø

সৌদি আরবে পুলিশের সঙ্গে দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক সপ্তাহ ধরে ভিসা সংক্রান্ত ধরপাকড়ে একজন নিহত ও কয়েক হাজার অভিবাসীকে আটকের পর এ সংঘর্ষ শুরু হয়। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের শ্রমিক অধ্যুষিত এলাকা মানফুহাহে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাজার হাজার অভিবাসী শ্রমিক দক্ষিণ রিয়াদের ওই এলাকায় রাস্তা অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দিলে পুলিশ হস্তক্ষেপ করে। অভিবাসীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে লাঠিপেটা করলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে অভিবাসীরা। পাথর ছোড়ার জবাবে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। শনিবার রাতে এক বিবৃতিতে পুলিশ দুজন নিহত হওয়ার কথা জানিয়েছে। নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও অপর জনের পরিচয় শনাক্ত করা যায়নি। সংঘর্ষের সঙ্গে জড়িত ৫৬১ জনকে মানফুহাহ থেকে গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এ ছাড়া সংঘর্ষে ৬৮ জন আহত হয়েছে। আলজাজিরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.