আমাদের কথা খুঁজে নিন

   

শাবিতে শিবিরের তাণ্ডবে দুই মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রবিবার শিবিরের তাণ্ডবের ঘটনায় সংগঠনটির নেতাদের আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাউসুল হোসেন জানান, রবিবার রাতে শাবি প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইসফাকুল হোসেন ও জালালাবাদ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ আলাদাভাবে দুটি মামলা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক এহসানুল করিম ও ক্যাম্পাস সভাপতি নাসিম হোসেনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আর পুলিশের করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। জালালাবাদ থানার এসআই আবদুল হামিদ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। এদিকে গতকাল দুপুর সাড়ে ১২টায় শিবিরের নারকীয় তাণ্ডবে জড়িতদের শাস্তির দাবিতে কালো ব্যাজ ধারণ, র্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমাবেশ থেকে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের যানবাহনের ক্ষতিপূরণ প্রদান, বিশ্ববিদ্যালয়ের আইন এবং ফৌজদারি আইনে বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়ার সঙ্গে দেখা করেন। একই দাবিতে ছাত্রলীগ বিক্ষোভ কর্মসূচি পালন করে। অন্যদিকে এক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকরা ২৬ জানুয়ারি ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের ঘটনার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে উদাসীনতা ও সীমাহীন নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.