আমাদের কথা খুঁজে নিন

   

'বাড়ি ভাড়া নিয়ে খালেদা জাতির সঙ্গে মশকারা করছেন'

'আজকে একটি দৈনিকে তাকে নিয়ে একটি সংবাদ বেরিয়েছে, তিনি নাকি অর্থের অভাবে বাড়ি ভাড়া দিতে পারছেন না। তিনি জিয়ার মৃত্যুর পর এরশাদের কাছ থেকে মাত্র এক টাকায় ৩৮ কাঠার ওপর একটি বাড়ি নিয়েছিলেন। সে বাড়ি বিদেশী একটি কোম্পানির কাছে ভাড়া দিয়েছেন। প্রতি মাসে ১০ লাখ টাকার বেশি ভাড়া আসে। এগুলো কোথায় যায়?' -বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, 'বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাড়ি ভাড়া নিয়ে জাতির সঙ্গে মশকরা করছেন। '

আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, 'তিনি নিজের বাড়িতে না থেকে অন্যের বাড়িতে বিনা পয়সায় ভাড়া থাকেন। আর নিজের গুলাশানে ৩৮ কাঠার বাড়ি একটি বিদেশী কোম্পানির কাছে ভাড়া দিয়ে রেখেছেন। '

তিনি বলে, 'তিনি যদি ঘর বাড়া দিতে না পারেন, কীভাবে লাখ লাখ টাকা খরচ করে নিরাপত্তাবাহিনী পোষেণ।

কয়েকটা কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। তার পুত্র লন্ডনে বিলাসী জীবন যাপন করেন। আর তিনি জাতিকে বিভ্রান্ত করার জন্য মশকারা করে এ সংবাদ প্রকাশ করেছেন। জাতির সঙ্গে এ ধরনের মিথ্যাচার না করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। '

উল্লেখ্য আজ বাংলাদেশ প্রতিদিন এ 'অর্থের অভাবে বাড়িভাড়া দিতে পারছেন না খালেদা জিয়া' শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.