আমাদের কথা খুঁজে নিন

   

চেলসির প্রেরণা ফেরার ইতিহাস

চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। প্রথম লেগ ফ্রান্স থেকে ৩-১ গোলে হেরে আসার কারণেই চেলসির কাজটি বেশি কঠিন।
বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছেন দলের জার্মান উইঙ্গার শুরলে।
“স্ট্যামফোর্ড ব্রিজে আমাদের সঙ্গে নিজেদের সমর্থকরা আছে। কাজটি কঠিন হবে, তবে অসম্ভব কিছু নয়।


পিএসজিকে এই ম্যাচে খেলতে হবে দলের বড় ভরসা সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়াই। নিজেদের মাঠে চেলসির বিপক্ষে প্রথম লেগের ম্যাচ খেলার সময় ডান উরুতে চোট পেয়েছিলেন তিনি।
এ নিয়ে অবশ্য তেমন কোনো দুশ্চিন্তা নেই পিএসজির। কারণ, স্ট্যামফোর্ড ব্রিজে গোল না করলেও চলবে তাদের, শুধু চেলসিকে গোল না করতে দিলেই হয়।
প্রতিপক্ষের মাঠে গোল আছে বলে ২-০ গোলে জিতলেই সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যাবে চেলসির।

৩-১ গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।
চেলসির জন্য অবশ্য গোল করার কাজটি একটু কঠিনই। ফার্নান্দো তোরেসের মতো স্ট্রাইকার থাকার পরও এই মুহূর্তে চেলসিকে বলা হচ্ছে 'স্ট্রাইকারহীন এক দল'। গত বেশ কিছুদিন ধরেই তাদের স্ট্রাইকাররা গোল পাচ্ছে না।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি স্টোক সিটির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে তিন মিডফিল্ডার মোহামেদ সালাহ, উইলিয়ান ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলে।


স্ট্রাইকাররা গোল না পেলেও স্ট্যামফোর্ড ব্রিজ ভরসা দিচ্ছে চেলসিকে। এই মাঠে জোসে মরিনিয়োর অধীনে চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে ৭৭ ম্যাচ অপরাজিত।
এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দুই মৌসুম আগে দারুণ এক ফিরে আসার গল্প আছে চেলসির। ২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে প্রথম লেগে নাপোলির মাঠ থেকে ৩-১ গোলে হেরে এসেছিল তারা। তবে নিজেদের মাঠে নাপোলিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল চেলসি।


সেবার মিউনিখে ফাইনালে জিতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছিল চেলসি। পিএসজি ম্যাচের আগে এটাই হতে পারে চেলসি খেলোয়াড়দের সবচেয়ে বড় প্রেরণা।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.