আমাদের কথা খুঁজে নিন

   

চেলসির কাছে ম্যান ইউর হার

হেরে গিয়ে ম্যান ইউর কোনো ‘ক্ষতি’ না হলেও এই জয়ে চেলসি দারুণ লাভবান। ৩৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা। এক ম্যাচ বেশি খেলে এবং এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। ৩৬ ম্যাচ থেকেই ম্যান ইউর পয়েন্ট ৮৫। চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নিয়মিত একাদশের বেশ কয়েক জনকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন ম্যান ইউর সফলতম কোচ অ্যালেক্স ফার্গুসন।

চেলসিকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেয়া গোলটি আত্মঘাতী। ৮৭ মিনিটে হুয়ান মাতার কোনাকুনি শট স্বাগতিকদের ডিফেন্ডার ফিল জোন্সের গায়ে লেগে গোলরক্ষক অ্যান্ডার্স লিন্ডগার্ডকে বিভ্রান্ত করে জালে চলে যায়। এর দুই মিনিট পর স্বদেশী ডেভিড লুইজকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন ম্যান ইউর ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল। রোববার ইংলিশ লিগের অন্য ম্যাচে লিভারপুল গোলশূন্য ড্র করেছে এভারটনের সঙ্গে। ৩৬টি করে ম্যাচ খেলে ৬০ ও ৫৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে এভারটন ও লিভারপুল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.