গত এপ্রিলে এনফিল্ডে লুইস সুয়ারেজ এক বিরল ঘটনারই জন্ম দিয়েছিলেন। লিভারপুলের এই উরুগুইয়ান তারকা কামড়ে দিয়েছিলেন চেলসির সার্বিয়ান ফুটবলার ব্রানিস্লাভ ইভানভিচকে। এরপর দশ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ। কলঙ্ক তিলক মুছে লুইস সুয়ারেজ এখন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তারকার আসনে। রুদ্রমূর্তির এই সুয়ারেজের সামনে আবারও চেলসি।
আজ স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে চেলসি-লিভারপুল। মরিনহোর জন্য লিভারপুল সত্যিই ভয়াবহ এক দল। চলতি মৌসুমে লুইস সুয়ারেজরা দুর্দান্ত দলে পরিণত করেছেন লিভারপুলকে। এছাড়া অলরেডদের বিপক্ষে অতীতটাও তেমন সুখকর নয় চেলসির। গত পাঁচ ম্যাচের দুটিতেই তারা হেরেছে লিভারপুলের কাছে।
জয় পেয়েছে মাত্র একটিতে। বাকি দুটি ড্র। এই পরিসংখ্যান ছাড়াও বর্তমান শক্তিমত্তার বিচারে লিভারপুলই এগিয়ে। তবে হোসে মরিনহোর কোনো জাদু মন্ত্র বলে চেলসি জয় পেতেও পারে স্ট্যামফোর্ড ব্রিজে। ২০১২ সালের মে মাসে অলরেডদের বিপক্ষে পাওয়া সর্বশেষ জয়টা চেলসি অর্জন করেছিল এনফিল্ডেই! আজ সেই এনফিল্ডই তাদেরকে উপহার দিতে পারে আরেকটি জয়।
ইংলিশ লিগে আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ। শিরোপার দৌড়ে আর্সেনালের পাশে থাকার জন্য লিভারপুলের জয়ের বিকল্প নেই। চেলসির সামনেও একই শর্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।