আমাদের কথা খুঁজে নিন

   

১৪০০ বছরের আগে

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। ১৪০০ বছরের আগে : আপনি বাজারে গেলে দেখতে পেতন ,কুরবানীর গরু , ছাগল , ভেড়া , উটের মত দরদাম হাঁকা হচ্ছে নারীদের । বিক্রি করা হচ্ছে তাদের । নারী শিশুদের দেয়া হচ্ছে জীবন্ত কবর ।

কন্যা শিশু জন্মদানকারী মাকে অপমান করা হতো শাস্তি পেতে হতো । : ৫৭০ খ্রিস্টাব্দের পর ৬৩ বছরে একজন পুরুষের নেতৃত্বে যা ঘটলো : ১.সৃষ্টিজীবের মাঝে মা কে সর্বোচ্চ সম্মান দেয়া হলো । ... ২. কন্যা সন্তানের বাবা মা কে সর্বোচ্চ মর্যাদা দেয়া হ লো । ৩. ক্রীতদাস প্রথা বিলুপ্ত করা হলো । ৪.নারীকে পুরুষের অর্ধাঙ্গী করা হলো ।

৫.পুরুষের কাছে নারীকে আমানত রাখা হলো , আমানতের খেয়ানত করলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হলো । ৬.নারীর মাঝে পুরুষের সুখের বারতা দেয়া হলো । ৭.পুরুষের উপর নারীর অধিকার প্রতিষ্ঠা করা হলো । ১ম নারীর অনুমতি ব্যতীত ২য় নারী গ্রহন নিষিদ্ধ করা হলো । ৮.নারীকে বাবা মার সম্পদের অংশীদার করা হলো ।

৯.নারীকে মাহরাম পুরুষদের কাছে অবৈধ করা হলো । ১০. নারীদের ধর্মাচারের সুযোগ দেয়া হলো । ১১.নারীকে কর্মক্ষেত্রে যাবার অধিকার দেয়া হলো । ১২.নারীকে পর্দার দ্বারা সম্মানিত করা হলো । ১৩.নারীদের শিক্ষার অধিকার দেয়া হলো ।

১৪.সন্তানের কাছে সর্বোচ্চ মর্যাদা দেয়া হলো । ১৫.বাবা মার কাছে বিনা হিসেবে জান্নাতে যাবার উসিলা করা হলো । ১৬.দেনমোহরের অধিকার দেয়া হলো । ১৭.তালাক দেয়ার অধিকার দেয়া হলো । ১৮.পতিতা হিসেবে নারীদের ব্যবহার বন্ধ করা হলো ।

১৯.নারীদের নিরাপত্তার দায়িত্বের জন্য সারাজীবনের জন্য বডিগার্ড নিয়োগ দেয়া হলো , একসময় ভাই বাবার উপর থাকে তাদের নিরাপত্তা এরপর স্বামী ও সন্তানের উপর । : : এরপর নারী কি কি চাইল : ১.ছেলেরা শার্ট পড়ে আমি কেন পড়তে পারব না এটা ইসলামের পক্ষপাতিত্ব । ২.ছেলেরা চুল ছোট রাখে আমার রাখতে প্রবলেম কি ? ৩.ছেলেরা জিন্স পড়লে আমার সমস্যা কি ? ৪.ছেলেরা রাত ১০দশটায় বাড়ি ফিরতে পারে আমি কেন পারবো না ? ৫. আমার মিডিয়া লাইনে কাজ করতে দোষ কোথায় ? ৬.ছেলেরা জিম করে সুন্দর ফিগার বানিয়ে মানুষকে দেখায় কিভাবে সুস্থ থাকতে হয় । আমার ফিগার কি কম সুন্দর ? আমিও আমার ফিগার দেখায়া বুঝাবো কেমনে ছেলেদের মাথায় চক্কর দেয়াতে হয় । ৭.ফিল্ম স্টার , পর্ন স্টার হয়ে আমিও তো দুনিয়া চমকাতে পারি ।

৮.আমিও ছেলেদের মত ক্রিকেট ফুটবল হকি সাঁতার খেলতে সমস্যা কোথায় । আমার ফিগার দেখলে সেটা ছেলেদের মানসিক সমস্যা । : : আমি নিশ্চিত মেয়েরা আবার সেই ১৪০০ বছর আগেই ফিরে যাবে সেদিন আর বেশি দূরে নেই । মেয়েরা সমঅধিকার নিয়ে যত কথা বলবে তত ঐ যুগে যাবে । সমঅধিকার নয় নারীদেরকে প্রাপ্য অধিকার দিন ।

সমঅধিকার মানে এখনকার নারীদের কাছে হল ন্যাংটামি...উলংগ নাচতে দেন সেটা ভালো সেটাই তাদের অধিকার আর ...আর নিজেদের কারনে যখন ইজ্জত হারায় তখন ছেলেদের দোষ.... আমার ভুল হলে দয়া করে সংশোধন করে দিবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.