আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় দফায় আজ চার রাজ্যে ভোট

বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের নয় দফা ভোটের দ্বিতীয় দফা শুরু হচ্ছে আজ। এ পর্বে ভোট হবে উত্তর-পূর্ব ভারতের মোট ছয়টি আসনে। এর মধ্যে রয়েছে অরুণাচলে দুটি, মণিপুরে একটি, মেঘালয়ে দুটি ও নাগাল্যান্ডের একটি আসন। শেষ দফার ভোট হবে ১২ মে। চলতি লোকসভা নির্বাচনের মাধ্যমে কেন্দ্রে মসনদ যাবে কার দখলে তা নির্ধারিত হবে ১৬ মে ভোট গণনা শেষে।

আজ অনুষ্ঠেয় ছয় আসনের অন্যতম দুটির নির্বাচনী এলাকা অরুণাচল। প্রদেশটি ভাগ হয়েছে পশ্চিম ও পূর্ব অরুণাচলে। এ দুটি আসনে মোট ভোটার ৭ লাখ ৫৩ হাজার ১৭০ জন। এর মধ্যে ৩ লাখ ৭৭ হাজার ২৭২ জন নারী। কেন্দ্র ২ হাজার ১৫৮টি।

এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। এ ছাড়া এখানে আরও অংশ নিচ্ছে এনসিপি ও পিপিএ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৫৫। পশ্চিম অরুণাচলে মূল লড়াই হচ্ছে কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী তথা কংগ্রেস নেতা নিনং এরিং, বিজেপির তাপির গাও এবং পিপিএর ওয়াংম্যান লাওয়াংচার মধ্যে। পূর্ব অরুণাচলে ভোটের যুদ্ধ হচ্ছে কংগ্রেসের বর্তমান সাংসদ তাকাম সঞ্জয় ও বিজেপির সাবেক সাংসদ কিরেণ রিজ্জুর মধ্যে।

অরুণাচল প্রদেশের আসন দুটি ১৯৭৫ সাল থেকেই কংগ্রেসের দখলে। মাঝে ২০০৪ সালে শুধু দুটি আসনই বিজেপি দখল করে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে ২৪ কোম্পানি আধাসামরিক বাহিনীর পাশাপাশি রাজ্যপুলিশের আট হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত আরও ২০ কোম্পানি আধাসামরিক বাহিনী রাখা হয়েছে রিজার্ভ ফোর্স হিসেবে। আর মণিপুর প্রদেশে লোকসভা নির্বাচনে একটি আসনের জন্য লড়ছেন ১০ জন।

বিজেপি, কংগ্রেস, তৃণমূল, নাগা পিপলস ফ্রন্ট, এনসিপি, জেডিইউ, আম আদমি পার্টি ছাড়াও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন স্বতন্ত্র প্রার্থী। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন বর্তমান কংগ্রেস-দলীয় সাংসদ থাংসো বৈতে, বিজেপির গাংমুমেই কামেই, এনসিপির সি ডৌঙ্গেল, তৃণমূলের কিম গাংতে, আম আদমি পার্টির এম কে জৌ। এখানে মোট ভোটার ৯ লাখ ১১ হাজার ৬৯৯ জন। এর মধ্যে ৪ লাখ ৬৩ হাজার ৬৮ জন নারী। ভোট কেন্দ্র ৫১১টি।

এদিকে মেঘালয় প্রদেশের দুটি আসন বিভক্ত শিলং ও তুরা নির্বাচনী এলাকায়। দুটি আসনে মোট প্রার্থী ১০ জন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রধান পি এ সাংমা, বর্তমান কংগ্রেস সাংসদ ভিনসেন্ট পালা ও সাবেক ছাত্রনেতা পল লিংডো। দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন কংগ্রেস, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, এনপিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। মেঘালয় প্রদেশে মোট ভোটার ১৫ লাখ ৫৩ হাজার ২৮ জন।

এর মধ্যে নারী ৭ লাখ ১৩ হাজার ৫১২ জন। রাজ্যের ২ হাজার ৫৬২টি কেন্দ্রের মধ্যে ৩৪৩টি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী রাজ্য হওয়ায় বাংলাদেশের সঙ্গে ৪৪৩ কিলোমিটার সীমানা বরাবর অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে এখানে। অন্যদিকে নাগাল্যান্ড প্রদেশের একটিমাত্র আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী।

এদের মধ্যে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এনপিএফ প্রার্থী নেইফিউ রিও, কংগ্রেসের কে ভি পুসা ও সোশ্যালিস্ট পার্টির অখিউ আচুমি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৮৮১ জন। ভোট কেন্দ্র ২ হাজার ৫৯। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে।

 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.