বিষাক্ত মধু
শেখ মোহাম্মদ শামীম হাসান
ভারপ্রাপ্ত সম্পাদক ও চেয়ারম্যান , কৃষিবাড়ি
shamimhasan1993@gmail.com
www.krishibari.com
আপনারা অনেকে হয়ত ভাবছেন বিষাক্ত মধু এটা আবার কী ? সামনেই আসছে গ্রীষ্মকাল । বৈশাখ জৈষ্ঠ মাস যেন আমাদের কাছে মধু মাস । চারিদিকে নানা রকম পাকা ফলের ঘ্রাণ সবাই কে যেন মাতিয়ে তোলে । ঠিক এমনি একটি মধুময় মাসকে যে বিষ দ্বারা ঢেকে রাখায় হয় তা আমরা সবাই জেনেও না জানার ভান করি । গ্রীষ্মের পাকা ফলের সেই পব্ত্রি রসের সাথে যে ফরমালিন বিষ বা ক্ষতিকর ক্যামিকেল মিশে আছে তা আমাদের প্রায় সবারই কম-বেশী জানা রয়েছে ।
এর পরও আমরা আজ না জানার ভান করছি । আপনি জানেন কী এই বিষযুক্ত একটি ফল হতে পারে আপনার আদরের সোনামনির কোন ঘাতক ব্যাধির কারন, এমন কি গর্ভবতী মাকে এই ফল খাওয়ানো হলে মা সহ গর্ভের বাচ্চার ক্ষতি সাধিত হতে পারে । কেন তারপরও আজ আমরা নিরব । আসুন না আমরা একবার গর্জে উঠি ফর্মালিন ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রনে । আসান্ন গ্রীষ্মকালকে কেন্দ্র করে দেশেব্যাপী গড়ে তুলি এক বিশাল ফরমালিন ও ভেজাল বিরোধী আন্দোলন ।
যোগদিন আপনিও আমোদের এই আন্দোলনে । যোগদিন কৃষিবাড়ির সাথে ভ্রমন করুন www.krishibari.com রেজিষ্ট্রেশন করুন সদস্য পেইজে , গড়ে তুলুন সুন্দর দেশ কে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।