আমাদের কথা খুঁজে নিন

   

বিষাক্ত হাওয়া

যুগের হাওয়া লাগলো শোন সারা দেশের গায় তাইতো মোদের মুখ ঢাকতে নিচটা উদোম হয়। বাঙালী সংস্কৃতি ডিসের তলে চাপা, তাই নিয়ে জাতীর যেন নেইকো মাথা ব্যাথা; মাথা থাকলে যদি কারো বিড়ম্বনা হয়, তবে তারা আমার মতো কলম কর ক্ষয়। যুগের হাওয়ার এমনি গুন যে খায় সে জানে, সরকারী চাকুরী নিতে যোগ্যতার নাই মানে। এ দেশেতে নাইরে এখন লেখাপড়ার দাম, কলেজের অধ্যক্ষের নেইতো আগের মান, গায়ে গায়ে ধাক্কা খেলে মুখ চায় না কেউ, ছাত্র আর শিক্ষক এখন দুই মেরুতে রয়। হেড়ে গলা ছেড়ে যদি গান গাওয়া যায়, তারা দেশের সেরা শিল্পী জেনে রেখ ভাই। যুগের ছেলে কিংবা মেয়ে চলে আপন ব্রতে, পিতা তাহার তাল মেলাতে দুর্নীতিতে ঢোকে। ডিসের লাইন, মোটর গাড়ী নয়তো টেলিফোন, বউ ছেলের আবদারেতে পিতারই মরণ। যুগের হাওয়া লাগলো শোন সারা দেশের গায়, তাইতো মানুষ যুগের সাথে তাল মিলিয়ে যায়। বাঙালী সংস্কৃতিতে মিশছে কেবল বিষ, কৃষ্টি-কালচার পাল্টে গেছে দেখো সবে ডিস; ডিস দেখে ডিসের সাথে তাল মেলাতে ভাই নিজের কাপড় খুলে গেছে কোন মালুম নাই। যুগের হাওয়া পুরো দেশে লাগতে দেওয়ার আগে, ভেবে দেখো তোমরা সবে কোন জাতীতে রবে? #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.