আমাদের কথা খুঁজে নিন

   

গোপালগঞ্জ হবিগঞ্জে সংঘর্ষে নিহত ২ বিভিন্÷

হামলা সংঘর্ষে গোপালগঞ্জ ও হবিগঞ্জে দুইজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আহত হয়েছে দুই শতাধিক। গুরুতর অবস্থায় অনেককে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার তাড়গ্রামে সংঘর্ষে গাউজ মোল্যা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে চন্দ দিঘলিয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, মাধবপুরে গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মানিক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রামেশ্বর গতকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিজস্ব প্রতিবেদক সিলেট জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ শর্টগানের প্রায় ৪০ রাউন্ড গুলি ছুঁড়ে। দক্ষিণ সুরমার জালালপুর বাজারে গতকাল দুই ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কসবায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। এদিকে সরাইলে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন।

আড়াইহাজার প্রতিনিধি জানান, উপজেলার পাঁচগাঁও নোয়াপাড়া গ্রামে গতকাল দুই গোষ্ঠির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। চকিদার ও সর্দার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিজস্ব প্রতিবেদক বরিশাল জানান, গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে ছেলে ও পিটুনীতে তার বাবা-মা আহত হয়েছেন। বিরোধপূর্ণ জমির গাছের ডাল কাটা নিয়ে সোমবার রাতে এ ঘটনা ঘটে।

কুমিল্লা প্রতিনিধি জানান, মনোহরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ১০ জন আহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি জানান, সদর উপজেলার চন্দনী ও বরাট ইউনিয়নে গতকাল পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১২ জন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.