গোপালগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি লোকাল বাস ভাঙচুর করে। এ ঘটনায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ২ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই বাস শ্রমিকদের সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাস ভাড়া নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল বাস শ্রমিকরা এক শিক্ষককে অপমান করে।
এ ঘটনায় ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা একটি লোকাল বাস ভাঙচুর করে।
এ খবর ছড়িয়ে পড়লে বাস শ্রমিকরা একত্রিত হয়ে ছাত্রদের ওপর চড়াও হয়। এ সময় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।