গোপালগঞ্জে ট্রাক ও নসিমন সংঘর্ষে চালক নিহত হয়েছেন। চট্টগ্রামে ট্রাক উল্টে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন দুজন। আহত হয়েছেন ১০ জন।
গোপালগঞ্জ : ঢাক-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক ওবায়দুল শরীফ নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি সদর উপজেলার চরপুকুরিয়া গ্রামে। চট্টগ্রাম : মহানগরীর ইস্পাহানি মোড়ে ট্রাকের ধাক্কায় টেম্পো উল্টে এক যুবক নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতের নাম মো. রাকিব। গতকাল সকালে ট্রাকের ধাক্কায় টেম্পো উল্টে সাতজন গুরুতর আহত হন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাকিব দুপুরে মারা যান। রাকিব ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ এলাকার মফিজ কলোনির বাসিন্দা মো. মনিরের ছেলে। আড়াইহাজার : আড়াইহাজারে নিষিদ্ধ যান ট্রলি একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এক যাত্রী নিহত ও অন্য চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইসমাইল। তিনি কল্যান্দী গ্রামের আইত আলীর ছেলে। আহত ইয়াকুব আলী, কাইয়ুম, ইউসুফ, বিল্লাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ট্রলির ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।