গ্যাসের বকেয়া বিল পরিশোধে ইউক্রেনের ব্যর্থতায় ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সতর্কবার্তা দিয়েছেন। এ বিষয়ে পুতিন ইউরোপের সঙ্গে জরুরি আলোচনা চান বলে তার মুখপাত্র জানিয়েছেন।
রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর গ্যাসের চাহিদার এক তৃতীয়াংশ সরবরাহ করে থাকে। আর এ গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপের কয়েকটি দেশে যায়।
তাই ইউক্রেনের রাজনৈতিক সঙ্কট নিয়ে চলমান উত্তেজনা ইউরোপীয় দেশগুলোতে গ্যাস সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের পশ্চিমাপন্থি বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর দেশটির ক্রিমিয়া উপদ্বীপের বাসিন্দারা গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগ দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব ইউক্রেনের লুহানস্ক এবং ডোনেস্কও নিজেদের স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী কোম্পানি গ্যাজপ্রম বুধবার জানায়, গ্যাস সরবরাহ বাবদ ইউক্রেনের কাছে তাদের দুই বিলিয়নেরও বেশি বকেয়া রয়েছে। সম্প্রতি পুতিন ইউরোপীয় নেতাদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, বকেয়া পরিশোধ নিয়ে বিরোধ জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে।
এতে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে। ফলে দেখা দিতে পারে গ্যাস সঙ্কট। উল্লেখ্য, এর আগেও ইউক্রেন হয়ে গ্যাস সরবরাহ নিয়ে রাশিয়ার বিরোধের কারণে ইউরোপের কয়েকটি দেশে গ্যাস সঙ্কট সৃষ্টি হয়েছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।