আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টের নামে হাউজি-জুয়া, এলাকাবাসীর আল্টিমেটাম

দিনাজপুরের বীরগঞ্জে হাউজি ও জুয়া বন্ধের দাবীতে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধের ফলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউপির প্রেমবাজার নামক স্থানে বৃহস্পতিবার থেকে এই হাউজি ও জুয়া শুরু হয়েছে।

বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কালিপদ রায় জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের নামে ভুয়া মুক্তিযোদ্ধারা বৃহস্পতিবার থেকে বীরগঞ্জ নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামক স্থানে হাউজি, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ শুরু করেছে। এতে এলাকার আইনশৃংখলা পরিস্থিতির অবনতিসহ যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। বাধ্য হয়ে তারা বীরগঞ্জ পৌর এলাকায় মানববন্ধন করেছে এবং দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, হাউজি ও জুয়ার ব্যাপারে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট প্রশাসনের কাছ থেকে কোন অনুমোদন নেয়নি।

মানববন্ধন ও অবরোধে নেতৃত্ব দানকারী বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কালিপদ রায় জানান, এরপরও প্রশাসন সেখানে হাউজি, জুয়াসহ অন্যান্য আসামাজিক কার্যকলাপ বন্ধ না করলে আবার অবরোধ কর্মসূচীসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.