বিএনপির মুখপাত্র তরিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বলেছেন "তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে জামায়াতে ইসলামীর ব্রেইন চাইল্ড। জামায়াত যে শিশুর জন্ম দিয়েছে, আওয়ামী লীগ তা লালন-পালন করেছে। আজ তাকে হত্যা করার এত কেন ইচ্ছা? কারন, ক্ষমতা।" গোলাম আজম সাহেব তৎকালিন রাজনৈতিক বির্পজয়ের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রবক্তা ছিলেন । তখন তার সাথে বর্তমান সরকারের অনেকে তাকে বাহবা দিয়েছিলেন ও হাত মিলেয়েছিলেন কারন ঐ সময়ের রাজনীতির সংকট বর্তমান সময়ের মত হয়েছিল। ক্ষমতাসীনরা ক্ষমতা ছাড়তে নারাজ এবং যে ভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে। কোন অসৎ ব্যক্তি কি ক্ষমতা ছাড়তে কে চাই, বলুন? যে ভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যদি কাউকে অবিচার ও হত্যা করে হলেও..... এটাই কি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ .......এটাই কি সারা জীবন চলবে............এখান থেকে কি বের হওয়ার কোন পথ নাই.....কারা ভাববে এই দেশকে নিয়ে.... কারা করবে এই সমাধান.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।