আমাদের কথা খুঁজে নিন

   

আপার লগে টেলিফোন আলাপ!!!

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তখন রাত আনুমানিক সাড়ে তিনটার কম হবে না, সিগারেট শেষ আর সিগারেটে টান না দিলে লেখাও বের হয়না। কি আর করার বাধ্য হয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় গিয়ে পড়লাম পুলিশের গাড়ির সামনে, পুলিশের এসআই বলল এত রাতে রাস্তায় কি? আমি বললাম সিগারেট শেষ সে জন্য আসছি, জানতে চাইলো এত রাত জেগে কি করি? আমি বললাম লেখালেখী। বলল আর কি করা হয়? আমি বুদ্ধি করে বললাম গোপনলীগ, এসআই সাথে সাথে পকেট থেকে এক প্যাকেট বেনসন বের করে দিয়ে বলল আচ্ছা আপনাকে পৌছে দিতে হবে না একা যেতে পারবেন, আমি বেনসনের প্যাকেট হাতে নিয়ে বললাম না আমি একাই যেতে পারব..................! সারা রাত জেগে জেগে দিনে ঘুমানোর বদঅভ্যাসটা পাল্টাতে পারলাম না, সবার জন্য যদিও দুপুর তথাপি আমার জন্য তখন সকালই বলা চলে। সময়টা তখন আনুমানিক দাড়ান মোবাইলটা দেখে নেই হ্যাঁ সাড়ে বারটা অনেক গুলি ফোনের রিং এ ঘুম ভাঙ্গল, ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আপার (মানে প্রধানমন্ত্রী)রাগী কন্ঠ শুনতে পেলাম। নিচে আপার সাথে বাতচিতের কিছু চুম্বক অংশ দেয়া হলো! ওপাশ থেকে আপাঃ কিরে এখনও ঘুমাছ? আমিঃ জ্বে আপা কি করতাম আপনি তো চাকরী দিবেন কইয়া মুলা ঝুলাইছেন দেন নাই তাই ঘুমাইয়া সময় কাটাই। ওপাশ থেকে আপাঃ শুনলাম তুই নাকি কাল রাতে সাড়ে তিনটায় বাসা থেকে বরে হয়ে ~গোপনলীগ~ করছ পুলিশেরে কইছস? আমিঃ জ্বে আপা ঠিকই শুনছেন, আপা ফোস করে নিঃস্বাশ ছাড়লেন, আমি কইলাম আপা চাকরী বাকরী নাই অভাবে আছি, ওপাশ থেকে আপাঃ শুন আমি কয়দিন পর আমেরিকায় যাব তোর ভাগিনাকে বলব তোর জন্য কিছু টাকা দিতে মাসে মাসে, আমিঃ বাজারে হুনলাম ভাইগানা নাকি আমেরিকায় বড় বড় ব্যবসা খুলছে আর এই সব ব্যবসার টেকা নাকি শেয়ার বাজার লুঠের আর পদ্মা সেতুর ঘুসের টেকা। এই টেকা আমার নরম পেটে সইবো না, ওপাশ থেকে আপাঃ তুই ভুল শুনছস, আর তো বেশী দিন নাই আমি ক্ষমতায় তুই কি ব্যবসা বানিজ্য কিছু করতে চাইলে বল, আমিঃ হ আপা আমি একটা হাট দিবার চাই,সামনে কোরবানী গরু বেচুর কোরবানীর পরে হাটে রাজনীতিবীদ আর বুদ্ধিজীবী বেচুম. কিনমু ওপাশ থেকে আপাঃ রাজনীতিবীদ আর বুদ্ধিজীবী বেচুম. কিনমু মানে? আমিঃ আপা আমনে ইডেন থেইক্কা হাচা হাচা পাশ করছিলেন আমার তো সন্দেহ লাগতাছে,রাজনীতিবীদ আর বুদ্ধিজীবী বেচুম. কিনমু মানে অইলো গিয়া, সামনে ভোট বিরুধী দলের নেতারারে আমনের ধারে বেচুম হেইলে আমনের মাঠ ফাঁকা খালি গোল দিবেন,আর বুদ্ধিজীবী বেচুম. কিনমু মানে আমগো দেশে কিছু আবাল আছে না তেল চকচক চেহারা অগরে আমনের পক্ষে লেখালেখি করামু হের পরে অগরে আপনের কাছে বেচুম, ওপাশ থেকে আপাঃ আমার কেবিনেট মিটিং আছে পরে তোর সাথে কথা বলব, বিঃদ্রঃ ইহা একটি কাল্পনিক লেখা কারো মিল খুঁজে পেলে লেখক দায়ী নয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।