কোন এক নিঝুম রাতে ঝাউবনে চাঁদের আলো গান গেয়ে যায় একটি ছেলে একরাশ বেদনা বুকে নিয়ে তার সেই গান তো কেউ শুনে না হতাশার কথা তো কেউ জানে না তবুও তার আশার প্রদীপ তো নিভে না যদি ফিরে পায় সে হারান অতীত কোন এক নিঝুম রাতে জীবনের অপর একপ্রান্তে বসে থাকে একটি মেয়ে ছে আমিও আমার কথা বলতে চাই ! জোৎস্না আমায় হাতছানি দেয় হিরন্ময় রূপালী কবিতার উৎসবে; কুঞ্জে কুঞ্জে মহুয়া মাতাল গন্ধ.. শিরীষের বনে পিউ পাপিয়ার সরসিজ প্রণয়.. গল্প সন্ধ্যায় জোনাকীর কলোরব আমাকে মাতাল করে... ডেকে নিয়ে যায় কোন শ্রান্ত বিকেলে বেজে উঠা রাখালী বীনার সান্নিধ্যে...দুর হতে শুনি শুধু মহা সাগরের গান; অজস্র নক্ষত্র জেগে থাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে... নক্ষত্রের হাতে হাত রেখে আমি উড়ালপঙ্খি হয়ে ছুঁতে চাই সূনীল আকাশ... হায় ! আমি যে অবরোধবাসিনী। আমার শিকলবন্দী ইচ্ছেরা কেবলি গুমরে কাঁদে। গুহার আঁধারে প্রভাত পাখির গান যে যে পৌঁছায় না।আমি ক্লান্ত..শ্রান্ত.. বেদনা নিষিক্ত চোখে কেবলি খুঁজে ফিরি মুক্তির সবুজ সংকেত...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।