আমাদের কথা খুঁজে নিন

   

এটিএম মেশিনের সাথে হাস্যরস!!!!

ভালোবাসা ভালোবাসি। একবার একটা লজেন্সের বিজ্ঞাপনে দেখছিলাম যে এক লোক পকেট থেইকা ক্রেডিট কার্ড বাইর কইরা কাঠের একটা বোর্ডের গর্তে ঢুকায়। অপর দিকে বইসা থাকা লোক সেই কার্ড টা নিয়া পকেটে রাইখা দেয় আর পাশে বইসা থাকা অপর এক লোকের চুক চুক করতে থাকা জিহ্বার সামনে ওই লঞ্জেন্স ধরে, অতঃপর ওই চুক চুক করতে থাকা জিভ লজেন্সের প্রভাবে লকলক করতে থাকে, এতটাই যে লকলকে জিহ্বার ধাক্কায় টাকা বাইর হইয়া যায়। বাস্তবে এমন না হইলেও কাছাকাছি একটা ঘটনা প্রত্যহ ঘটে সোনালী ব্যাংক বুয়েট শাখায়!!! সেখানের এ টি এম মেশিন নষ্ট কিন্তু আবার চালু!! সেখানে কার্ড পাঞ্চ করলে আপনাকে কিছুক্ষণ দাঁড়াইতে হবে। দাঁড়াইতে দাঁড়াইতে যখন বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছাইয়া যাবেন, ক্যান টেকাও বাইর হয়না, কার্ড টাও বাইর হয়না ভাবতে থাকবেন তখন অকস্মাৎ এটিএম মেশিনের পাশ দিয়া এক লোক আইসা যত টাকা তোলার জন্য কার্ড পাঞ্চ করছিলেন তত টাকা নগদ আপনাকে দিয়া দিবে। আজিব ব্যাপার!!! মোদ্দা কথা হইলো ওই মেশিন নষ্ট কিন্তু কার্ড পাঞ্চ করলে ব্রাঞ্চের ভিতরে কারো কম্পিউটারে খবর হয়। উনি যাচাই বাছাই করে নিজে আইসা টাকাটা দিয়া যান......!!!! বিঃ দ্রঃ # ঘটনার দর্শক আমি না!! এমন ঘটনা নিজে দেইখা ভিডিও কইরা নিয়া আসতে মুঞ্চায়!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.