আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু কাপ নিয়ে সালাউদ্দিনের উদ্যোগ

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) কংগ্রেসে যোগ দিতে মরিশাসে গিয়েছিলেন বাফুফে সভাপতি। সেখান থেকে ফেরার পর রোববার তিনি জানান, “মরিশাসে ৭টি দেশের কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। বঙ্গবন্ধু কাপে অংশ নেয়ার ব্যাপারে কাতার, কুয়েত ও বাহরাইন মৌখিক সম্মতি জানিয়েছে। ইরান, মালয়শিয়া, থাইল্যান্ড আর ভারতও অংশ নেয়ার আশ্বাস দিয়েছে। আমরা বাংলাদেশ সহ ৮টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করতে চাই।” সালাউদ্দিন আরো বলেন, “আগে প্রতিযোগিতার সময়সূচী বের করা নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। তবে মরিশাসে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি, সেপ্টেম্বরের শেষে ও অক্টোবরের শুরুতে সব দেশই মোটামুটি ফ্রি আছে।” বঙ্গবন্ধু কাপের জন্য বাফুফের বাজেট প্রায় ৬ কোটি টাকা। তবে স্পন্সর এখনো খুঁজে পাওয়া যায়নি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.