আমাদের কথা খুঁজে নিন

   

হয়নি কিছুই

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা। হয়নি চলা তোমার সাথে হাতটি রেখে হাতে হয়নি বলা মনের কথা জেগে থাকি রাতে। হয়নি দেখা তমার-আমার ছিল শুধু সপ্ন সপ্নগুলো সপ্নই রইল হলো না আর পূর্ণ। হয়নি পরা লাল শাড়ি হয়নি বৃষ্টিতে ভেজা ইচ্ছে ছিল তুমি-আমি দেব দূরের পথ পাড়ি। ইচ্ছে ছিল নয়ন ভরে দেখব তোমায় আমি ইচ্ছে ছিল যাব দুজন দূর পাহাড়ের ধারে। হয়নি দেখা শেষ বিকেল হয়নি কাটানো তোমার সাথে শিশির ভেজা সকাল। হয়নি আজও জোসনা স্নান হয়নি আজও কিছুই হয়নি আজও সুখ অনুভব সব হয়ে গেছে ম্লান।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।