কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড তবুও আশার মধুমাসে ভালবাসা সুখের ঘোরে স্বপ্ন কাঁপানো বারেবার ফিরে আসা, বিরান দহে শালুক ফোটার মধ্যাহ্নজ্বালা; ছবির মাঝেও চিম্বুক পাহাড় কাঠের মাস্তুলে হঠাৎ হাওয়া লাগা। বুনো পথে এখনও নেশার কলকে রয়েছে জ্বলা! সাদা সাদা একগাদা মাছ, কালো কালো একদল কাক বাধানো পুকুরে জাল ফেলে কোন জন! কার সাহস মেঘলা আকাশ ফুঁ দিয়ে ঠেলে পশ্চাদে; আমার জুতার পুরানো ফিতের, কাস্তে-বাদাম, অম্বুজ ঠোটে জোটেনা কখনও ভ্যাসলিনের প্রলেপ; কাদামাটি বড় বেশি খাটি, পকেট উপচানো ধাতব শব্দে বিলফাটা এই নতুন অব্দে; ছবিময় কবিতা। ব্যবহারবিধি দেখে নেবে ঠিক হলুদ ট্রাকের ব্যাকলাইট নির্ভিক জোনাকপোকাও জ্বলে তার সাথে অদৃশ্য করুন তরুন মোমবাতি নিভিয়ে ফেলে বিজলীর ক্রোধ! আশা-নিরাশায় শব্দশৈলীর বিষাদ যমুনায় আমি দূর্বহ অচেনা প্রলয় ক্ষয়-জয় যদি কিছু হয় তবে রেখে যাবো নিশ্চয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।