আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার ঋণ পূরণ

একটি লাল সবুজ পতাকা সুজলা সুফলা শস্য শ্যামলা; বিস্তীর্ণ সবুজের মাঝে লক্ষ শহীদের রক্তে রাঙা বৃত্ত যেন তাদেরই স্মৃতি মালা। শতকুমারীর কুমারীত্ব বিসর্জন তাজা রক্ত রক্তপতন; শত প্রেমিকার প্রেমিকহারানো প্রেমের বলিদান-হৃদয়ে রক্তক্ষরণ; কত জননীর সন্তানহারা সুতীব্রবিলাপ গগণ বিদরী চিৎকারে সুতীব্র ক্রন্দন। বিধ্বস্ত নগরী জনপদ রক্তের দাগ রাজপথে প্রাসাদে কামানের গোলার আঘাতে ধ্বংসস্তূপ আলুথালু -এলোমেলো ধর্ষিত নারীর মতন। অজস্র শকুনি আর প্রবঞ্চকের ঘৃণিত থাবায় ক্ষত বিক্ষত -হানাদারের নগ্ন প্রলয়ে চারিদিকে ধ্বংসযজ্ঞ প্রলয় নাচন। নবজাতকেরে স্বাধীন ভাবে বেঁচে থাকার প্রত্যয়ে বুকের তাজা লাল টকটকে রক্ত ঢেলে বিস্তীর্ণ সবুজ মাঠে আত্ন বলিদানে রক্তে রাঙা স্বাধীন সূর্যোদয় বিস্তীর্ণ সবুজের মাঝে; আমরা আজ দারুণভাবে ঋণি সেই তোমাদের কাছে।

যারা দিয়েছো আত্ন বলিদান কিংবা আরো যত ত্যাগ আছে। এই করিনু পণ লালসবুজের পতাকারে মোরা দানিব বিশ্বসেরার আসন। স্বাধীনতার শত্রু যারা, করবো তাদের এদেশ ছাড়া। করি এই আহবান, গেয়ে সাম্যের গান; দেশমাতারে উঠাইবো শিখরে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে বিস্তীর্ণ সবুজের মাঠে দিয়ে দেব মম প্রাণ । ছবি-নেট অনেক অজানা ঘটনা হয়তো আছে...আরো বীরত্ব মাখা কিংবা আরো বেদনা দায়ক..আরো নিদারুণ......এই মুক্তিযুদ্ধ নিয়ে তো মহাকাব্য লিখা হয়ে যাওয়ার কথা......৯মাসের রক্তলাল মহাকাব্য যার সমাপ্তি পৃথিবীর ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়ের........এক মহাবিজয়ের মধ্যে..আমরা বাংলাদেশের মানুষ সেদিন অসাধ্য সাধন করেছিলাম......সারা পৃথিবীকে চমকে দিয়ে আমাদের পূর্বপুরুষরা একটা লালসবুজ পতাকা..একটা মানচিত্র..আর অনেক আকাঙ্খিত এক স্বাধীনতা অর্জন করেছিলেন......সেই বিজয়ের রেশ ধরে আমরা আরো বিজয় অর্জন করি..সেই কামনা থাকলো।

আর শ্রদ্ধা জানাই সকল মুক্তিযোদ্ধা যার এক অসম লড়া্ইয়ে অবতীর্ণ হয়ে বিজয় অর্জন করেছিলেন..প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরীদির বয়স তখন মাত্র আঠারো...সেই তরুণ সময়ে দেশের জন্য জীবনবাজী রেখে লড়াই করেছেন তার মতো অনেক তরুণই সেদিন যুদ্ধে নেমেছিলো...এমন মুক্তিযোদ্ধাও আছেন যারা মুক্তিযোদ্ধা সনদ পর্যন্ত নেন নাই..বিশ্বজিৎকে যিভাবে কুপিয়ে হত্যা করা হলো ঠিক তেমনি....৭১ এ রাজাকার হানাদররা মানুষ হত্যা করেছে.....নির্মম অত্যচার,মা-বোনের ইজ্জত লুন্ঠন ...গ্রামের পর গ্রাম শহর জ্বালিয়ে..সকল মেধাবীদের হত্যা করে.....দেশটা গনকবরে ..বধ্যভূমিতে পরিণত করেছিল.......আজ মহান বিজয় দিবসে খেতাবপাপ্ত খেতাব ছাড়া আর হুমায়ূন ফরীদির মতো তরুণ তাজা প্রাণ মুক্তিযোদ্ধা সবার প্রতি লাল সালাম...আপনাদের ঋণ কোন দিন শোধ হবেনা  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.