আমাদের কথা খুঁজে নিন

   

এদের ধর্ম ইসলাম না জামাতি ইসলাম।

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। আমরা নববর্ষ পালন করলে মঙ্গল শোভযাত্রা করলে ভাষার মাসে প্রভাত ফেরি করলে এরা আমাদের ব্যঙ্গ করে কলাম লিখে ব্লগে পোস্ট দেয় অথচ সাধারণ বাঙালীর মুসলামিত্ব নিয়ে প্রশ্ন তুলে, আমরা সাভারে স্মৃতি সৌধে ফুল দিলে তাকে হিন্দুয়ানি কালচার বলে ইসলাম গেলো বলে রব তূলে অথচ তারা নাসারা পশ্চিমা সংস্কৃতি ম্যারেজ ডেও পালন করেন। ওয়াহিদ সাব জামাতি টিভি চ্যানেল দিগন্ত টিভিতে খবর পড়েন । দিগন্ত টিভিতে মেয়ে খবর পাঠীকাদের হিজাব বাধ্যতামূলক কিন্তু আবিস্কার করলাম ওয়াহিদ সাবের বউ হিজাব দ্যান না। দেখেন, উনার বোনের মাথায়ও হিজাব নাই।

উনার লাইক দেওয়া পেইজগুলাও সেইরকম ইসলামের সেনানি ওয়াহিদ সাবের ফেভারিট পেইজগুলি ভারতের মডেলডের পেইজে লাইক দিয়ে ভরা। পরতে পরতে ভণ্ডামী এদের । সাধারণ মানুষকে ধর্ম বেঁচে নিজেরা ভোগবাদী লাইফ স্টাইল চালায় । খাইছে উনি দেখি সানি লিওনেরও ভক্ত ! নিজেরা সানিলিওন দেখে লুল ফেলে। হাদিস কুরআনের কথা কইব অথচ নিজেরাই মানবোনা।

এমন লোকের আজকে আপনি দেখলেন নমুনা | মুখোশের আড়ালে এরা ইবলিছের হয় ভাগিনা | হায়রে এদের ভণ্ডামির কোন লিমিট নাই, বগলে ইট মুখে শেখ ফরিদ। হারামিদের নেংটো করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.