শেষ হবে না............ রাজনীতি নিয়া কোন পোস্ট না দিলে ব্লগ জীবনে মনে হয় উন্নতি করা যায় না। তাই দিয়েই দিলাম এক রাজনৈতিক পোস্ট। এটা আসলে আমার চোখে রাজনীতি আর কিছু না।
রাজনীতি অনেক রকম হতে পারে। যেমনঃ পেশাভিত্তিক রাজনীতি,শৌখিন রাজনীতি,স্বচিন্তনিয় রাজনীতি,ছাত্র রাজনীতি,শিক্ষক রাজনীতি।
রাজনীতি বিষয়টা খারাপ না কোনোদিক দিয়েই। তবে রাজনীতি অনেকাংশে রাজনৈতিক ব্যক্তিত্বদের মানুষিকতার উপর নির্ভর করে। দেখা যায় যে ছাত্ররা অনেক সময় স্বচিন্তনীয় রাজনীতি করে। দুই একদিন ধরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বএর সাথে ঘোরা এবং নিজে্কে
রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করা আজ কালকের ছাত্র রাজনীতির মুল মোটো হয়ে দাড়িয়েছে যদিও সেই ছাত্রটির মাথায় কিছু থাকুক বা না থাকুক রাজনীতি বিষয়ে। এটা যদি এতই সহজ হতো তাহলে সবাই জন্ম হওয়ার পর থেকেই রাজনীতি করা শুরু করত সবাই।
তারা তখন ভাবতে শুরু করে যে পৃথিবীতে সকল সম্পকই রাজনৈ্তিক,তারা পারলে নিজের মা বাবার সাথে রাজনৈ্তিক সম্পর্ক তৈ্রী করতে দিধ্দ্বাবোধ করবে না। তবে এখনও দেশে প্রকৃত রাজনীতিবিদ আছে তা আমি অস্বীকার করব না। আমি নিজে কোনো কিছুর সাথে জড়িত না তবুও মন্তব্য করার অধিকার সবার আছে এটা হচ্ছে খেলা দেখার মত কেউ খেলতে পারুক বা না পারুক ভাল খেলা না খারাপ খেলা সেটা বলার অধিকার তার আছে। তবে এই বাংলাদেশে মেধাবী হওয়ার সব থেকে ভাল উপায় হচ্ছে রাজনীতি করা। কোনো ছাত্র প্রাইমারি স্কুলে ভর্তি করা থেকে রাজনীতি করে তারপরে যদি সে পড়াশোনা ছেড়েও দেয় তবুও সে মেধাবী।
এই কি হচ্ছে রাজনীতি? এটাই যদি রাজনীতি হয় তাহলে ধিক সেই রাজনীতিকে,ধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের..................
.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।