আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশী সাহায্য প্রত্যাখ্যানের 'কারণ' জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। সাভারে ভবন ধসের উদ্ধার কাজে নিজেদের সামর্থ্যরে উপর পূর্ণ আস্থা থাকায় বিদেশি সাহায্য প্রত্যাখ্যান করা হয়েছে। সাভারে উদ্ধার কাজে বিদেশি সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান নিয়ে বিবিসিকে এই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। বিবিসি অনলাইনকে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত ছিলাম যে নিজস্ব ব্যবস্থাপনাতেই সফলভাবে উদ্ধার কাজ শেষ করতে পারবো।’ ধসে পড়া ভবনটিতে আটকে পড়া ৩ হাজার জনের মধ্যে ২ হাজার ৪৩০ জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে-জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে গড়পরতা আন্তর্জাতিক মানের চেয়েও এক্ষেত্রে আমরা ভালো করেছি।’ তিনি বলেন, ‘আমরা অনেক ভালো কাজ করেছি এবং আমাদের দমকল কর্মী, সেনা সদস্য, পুলিশ এবং স্বেচ্ছাসেবকসহ যারা উদ্ধার কাজে সহায়তা করেছে তাদের জন্য আমি গর্বিত।’ সোমবার বৃটিশ দৈনিক দ্য ডেইলি টেলিগ্রাফের খবরে বলা হয়, সাভারে ভবন ধসে উদ্ধার তৎপরতায় জাতিসংঘ ও বৃটেনসহ কয়েকটি দেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।