সবসময় মনকে ভাল রাখার চেষ্টা করি।
কথোপকথন ০১ সেপ্টেম্বর ২০১২
লেখক: অলিউল্লাহ নোমান :- (আমার দেশ)
নিজামুল হক নাসিম : হ্যালো
আহমদ জিয়াউদ্দিন : হ্যালো
নিজামুল হক নাসিম : বলেন দেহি, কেমন আছেন আপনি?
আহমদ জিয়াউদ্দিন : হ্যাঁ, আমি এখন ভালোই আছি
নিজামুল হক নাসিম : একটা ম্যাসেজ পাইছেন আমার কিছুক্ষণ আগে?
আহমদ জিয়াউদ্দিন : হ্যাঁ, ম্যাসেজটাটা দেখছি, ম্যাসেজটা দেখেই আসছি
নিজামুল হক নাসিম : আপনি এখন বিছানায়?
আহমদ জিয়াউদ্দিন : হ্যাঁ, আমি এখন শুইয়া আছি। .... ইচ্ছা করলে উঠতে পারি। কিন্তু শুইয়া রইছি আরকি। অ্যাঁ... কি কি হইছে, অনেকগুলা হইছে তো এইজন্য আরকি হা হা , এখন পর্যন্ত সব রিপোর্টগুলো আসে নাই।
যাই হোক, চলবে আরকি আপাতত
নিজামুল হক নাসিম : দেখা যাক
আহমদ জিয়াউদ্দিন : আপনি কেমন আছেন?
নিজামুল হক নাসিম : আমি ঠিক আছি, আপনার শরীর খারাপ নাই তো?
আহমদ জিয়াউদ্দিন : না ঠিক আছে। কালকে পর্যন্ত অসুখটা বেশি গেছে তো। আজ তো সারাদিনটাই মোটামুটি রেস্টের ওপর আছি। তিনদিন, চারদিন ধরে তো অবস্থা খারাপ।
নিজামুল হক নাসিম : হুম।
আহমদ জিয়াউদ্দিন : আপনি কেমন আছেন?
নিজামুল হক নাসিম : আমি আছি, আল্লাহ ভরসা
বিস্তারিত পড়ুন : বিচারপতির স্কাইপি সংলাপ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।