পুড়ছে ফিলিস্তিন, হাসছে ইজরাইল। দেখছে বিশ্ব,মানবতার বুকে শেল। নিরীহ শিশুরাও বাদ পরছে না, বন্দুকের নল থেকে। নিজ দেশে পরাধীনতা, আর কত দিন যাবে দেখে? বিচারপতির বিচার দরকার এখন, অন্ধ সেজে আর কতকাল? শোন মানবতাই বড় ধর্ম, এর থেকে আর সব ফিকে সাধন! প্রয়োজনে বুকে টেনে নেবে, আর তা শেষ হলেই পেছন পানে ছুরি! শত সংঘ তোমাদেরি সুবিধায়, বিচার মানে কলাগাছ নয়তো ফেরারী। নব্য উপনিবাশ পদ্ধতিতে তোমরা পোয়া বারো, বগল বাজিয়ে ড্রোন হামলা! প্রকৃতিও সহ্যের বাইরে তাই- পানির তোড়ে মেটে কোটি মানুষের জ্বালা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।