আমাদের কথা খুঁজে নিন

   

ওরাও যেন বিশ্বজিত হয় "স্বার্থাপন জনতান্ত্রিক ভাবনা"

আমি অবাক আমি বাংলাদেশী; জীবনের বিনীময়ে অর্জীত স্বাধীনতা যাদের সমর্থন নিয়ে গদি চান রাস্তায় তাদের গাড়ি ভাংচুর যদি অবোরোধ বা আন্দোলন হয় আর সেখানে কোন নেতা-হোতা আহত পর্যন্ত হবে না বরং নিহত হবে জীবনের তাগিদে ছুটে চলা বিশ্বজিতের মত সাধারন মানুষ...... ভাতের বদলে চাপাতি এটাই যদি রাজনৈতিক সমাধান হয় তাহলে আমি এর ঘোর বিরোধী; কারন আজ বিশ্বজিত কাল আমার পালা; রাজনৈতিক লাশ। সেদিন দেখলাম ধানমন্ডির জেনেটিক প্লাজার সামনে এক ছাত্রনেতাকে নিয়ে তার সমর্থকরা ব্যতিব্যাস্ত, কৌতুহল বশত দাঁড়িয়ে থাকলাম কিন্তু ভিরু কাপুরুষের মত ১০০ দূরে থেকে দেখছিলাম; যা দেখলাম তা আমাদের তথাকথিত সেলিব্রেটি হুজুরদের চেয়ে কোন অংশে কম নয়..... সমর্থোকেরা সমানে একে একে নেতাজির হাতে চুমু দিয়ে যাচ্ছে সাথে স্লোগান। অনেকেই আবার তার গাড়ি ঘিরে ঠায় দাঁড়িয়ে অপেক্ষা "কখন তিনি আসবেন" -একটু যদি ছুতে পারা যায়। ঘটনাটি আমি ঠিকঠাক বর্ননা না করতে পারলেও ঘেন্নার ব্যাপারটা ছিল বরাবর। একটায় চাওয়; ওরাও যেন বিশ্বজিত হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.