আমাদের কথা খুঁজে নিন

   

একদা রাব্বি: ১৫ বছর পরের গল্প

এটা আমার রাজত্ব রাব্বি, বিবাহিত জীবনে চরম অসুখি এক ব্যাক্তি। বলতে গেলে চিড়ে চ্যাপ্টা। অথচ বিশ্ববিদ্যালয়ে পড়াকালিন সময় কতইনা ভাল লাগত তাকে। তার তৎকালিন বয়ফ্রেন্ড তাকে আইফোন গিফট দিয়েছিল। তার পাল্টা হিসেবে রাব্বি তাকে দিয়েছিল ডি এস আর এল ক্যামেরা। সেই ক্যামেরায় কত ছবি তুলল সে আর তার প্রিন্টিং খরচ দিতে দিতে ফতুর হল রাব্বি। একসময় তো তার বাদাম খাওয়ার বাতিক দেখে রাব্বি গ্রামে ৩ বিঘা জমিতে বাদাম চাষ করল। বিনিময়ে কি পেল রাব্বি? সকাল বেলা বাজারে যাওয়ার জন্য ঝাড়ি আর রাতের বেলা ' এখন ভাল লাগছেনা ' টাইপ বানী। তাই রাব্বি সিদ্ধান্ত নিল . . . . . . . . . . . . . এখন থেকে ২য় বিয়ের চেষ্টা করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।