সাভারের ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারকাজে সহায়তার জন্য ব্রিটেনসহ বিভিন্ন দেশের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রবিবার লন্ডনের দৈনিক দ্য টেলিগ্রাফে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার সাভারের আট তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে ৩৯৮ জনেরও বেশি মানুষ মারা গেছে। রানা প্লাজার পাহাড় সমান ধ্বংসস্তূপ থেকে স্থানীয় উদ্ধারকারী দল তাদের দুর্বল যন্ত্রপাতি নিয়ে জীবিতদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, যুক্তরাজ্যসহ বিদেশিদের সহায়তার প্রস্তাব গ্রহণ করলে ধ্বংসস্তূপ থেকে হয়তো আরো প্রাণ রক্ষা করা যেতো। বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় থেকে সহায়তা প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, জাতীয় আত্মসম্মানের দিকে তাকিয়ে প্রস্তাবটি ফিরেয়ে দেয়া হয়। সাভারের ভেঙ্গে পড়া ভবনে অনেক লোক আটকা পড়েছে জানতে পেরে জাতিসংঘের কর্মকর্তারা পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশকে সহায়তা দেয়ার বিষয়ে আলোচনা করেন। তখন ব্রিটেনসহ ইউরোপীয় কয়েকটি দেশ সেখানে উদ্ধারকারী দল এবং ভারী যন্ত্রপাতি পাঠানোর প্রস্তাব দেয়। সুত্রঃhttp://justnewsbd.com/details.php?jnewsbd=MzMyMjY=
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।