আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের ধর্মঘট

চিকিৎসায় অবহেলার অভিযোগে এক সার্জনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও চট্টগ্রামের চিকিৎসকদের এক সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।
তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ সব সরকারি হাসপাতালে চিকিৎসকরা স্বাভাবিক সেবা দেবেন বলে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান জানান।
চট্টগ্রাম মেডিকেলে ওই সভার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা (কনসালটেন্ট) মঙ্গলবার দুপুর থেকে কোনো বেসরকারি ক্লিনিক বা চেম্বারে চিকিৎসা সেবা দেবেন না। ”
তিনি জানান, সার্জারিসহ সব বিভাগের কনসালটেন্টরা চিকিৎসা সেবা দেয়া থেকে বিরত থাকবেন। তবে সরকারি হাসপাতালে তারা দায়িত্ব পালন করে যাবেন।


সাধারণ চিকিৎসকরাও তাদের চেম্বারে রোগী দেখবেন বলে এতে জানানো হয়।
কারাবন্দি সার্জন ডা. সুরমান আলীর মুক্তি এবং দুই চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে মুজিবুল হক জানান।
সোসাইটি অব সার্জন, মেডিকেল সোসাইটি ও অ্যানেসথেশিয়া সোসাইটির নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
অস্ত্রোপচারের পর এক রোগীর শরীরে সুচ রেখে দেয়ার অভিযোগে এক মামলায় ডা. সুরমান আলী নামের এক চিকিৎসককে সোমবার কারাগারে পাঠায় চট্টগ্রামের আদালত।
গত বছরের ৩০ মে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের সময় তিনি ওই ঘটনা ঘটান।

পরে ভারতে নিয়ে ওই শিক্ষার্থীর মলদ্বার থেকে সুচটি বের করা হয়।
ওই ঘটনায় আমিনুলের মা দেলোয়ারা বেগম গত জানুয়ারি মাসে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন। গত ৩০মে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত অপর চিকিৎসক জামিনে রয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.